শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

চীনে গুম হয়ে যাচ্ছে ধনী ব্যবসায়ীরা, সর্বশেষ বাও ফ্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সুপরিচিত বিলিওনেয়ার ব্যাংকারদের একজন নিখোঁজ হয়েছে বলে তার কোম্পানি জানিয়েছে।

চায়না রেনেসাঁ হোল্ডিংসের প্রধান নির্বাহী বাও ফ্যানের সাথে গত ক’দিন ধরে যোগাযোগ করা যাচ্ছে না বলে তার কোম্পানি বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে।

চীনের প্রযুক্তি-খাতের বিনিয়োগে বাও একজন শীর্ষস্থানীয় ব্রোকার যার ক্লায়েন্টদের মধ্যে রয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি ডিডি এবং মেইটুয়ান।

চায়না রেনেসাঁ হোল্ডিংসের এই ঘোষণার পর অর্থ ও প্রযুক্তি-খাতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বেইজিং সরকারের সম্ভাব্য ক্র্যাকডাউনের উদ্বেগকে নতুন করে বাড়িয়ে দিয়েছে।

‘বাও ফ্যানের সাথে যোগাযোগ করা যাচ্ছে না,’ ঐ বিনিয়োগ সংস্থার তরফে শেয়ারহোল্ডারদের একথা জানানোর পর শুক্রবার তার শেয়ারের দর পড়ে যায়।

“মি. বাও-এর অনুপস্থিতির সাথে ব্যবসা কিংবা এই গ্রুপের তৎপরতার সাথে সম্পর্ক থাকতে পারে” এমন কোন তথ্য কোম্পানির পরিচালনা বোর্ডের জানা নেই বলে ঘোষণায় উল্লেখ করা হয়।

বাও কতদিন ধরে নিখোঁজ সে ব্যাপারে কোম্পানিটি নির্দিষ্ট করে কিছু বলেনি। তবে চীনা বার্তা সংস্থা কাইক্সিন সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে যে কর্মচারীরা গত দু’দিন ধরে তার সাথে যোগাযোগ করতে পারেনি।

ঐ বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন আইসিবিসি ব্যাংকে তার আগের কাজের জন্য ঐ কোম্পানির চেয়ারম্যান কং লিনকে কর্তৃপক্ষ গত সেপ্টেম্বর মাসে তুলে নিয়ে গেছে।

চায়না রেনেসাঁ হোল্ডিংস কং-এর অবস্থা সম্পর্কেও এখনও কোন মন্তব্য করেনি। কোম্পানির ওয়েবসাইটে কিংবা কোম্পানির মুনাফা প্রতিবেদনেও একজন নির্বাহী হিসাবে তার নামটি সরিয়ে নেয়া হয়েছে।

বাও-এর এই গুম হওয়ার ঘটনা চীনা ব্যবসায়িক নির্বাহীদের কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই কিছু সময়ের জন্য হঠাৎ নিখোঁজ হওয়ার ইতিহাসকে মনে করিয়ে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য বিষয়ক পত্রিকা ফোর্বস ম্যাগাজিনের খবর অনুযায়ী, চীনা কমিউনিস্ট পার্টির সাথে বিরোধের জেরে গত ক’বছরে অন্তত ছয় জন বিলিওনেয়ার কিছু সময়ের জন্য নিখোঁজ হয়েছেন।

বেশ কয়েকটি ক্ষেত্রে তাদের দুর্নীতি, কর ফাঁকি কিংবা অন্যান্য অসদাচরণ সংক্রান্ত তদন্তের ফাঁদে ফেলা হয়েছে বলে সন্দেহ করা হয়।

সাময়িকভাবে গুম হয়ে যাওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে ফোসান গ্রুপের প্রতিষ্ঠাতা গুও গুয়াংচ্যাং, যাকে চীনের ওয়ারেন বাফেট বলে ডাকা হয়। ২০১৫ সালে তিনি কিছু দিনের জন্য নিখোঁজ ছিলেন।

চীনা-ক্যানাডিয়ান ব্যবসায়ী জিয়াও জিয়ানহুয়াকেও ২০১৭ সালে তুলে নেয়া হয়েছিল। তিনি চীনের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন এবং দুর্নীতির দায়ে গত বছর তাকে জেলে পাঠানো হয়।

চীনের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করার পর ২০২০ সালের শেষের দিকে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাও তিন মাস নিখোঁজ ছিলেন। তিনি তার ডিজিটাল পেমেন্ট কোম্পানি অ্যান্ট ফিন্যান্সিয়ালের শেয়ার বাজারের ছাড়ার জন্য তৈরি হচ্ছিলেন, যেটি ঘটলে তিনিই হতেন চীনের সবচেয়ে ধনী ব্যক্তি।

চীনা কারিগরি শিল্পে বাও ফ্যানকে এক বিশাল ব্যক্তিত্ব বলে মনে করা হয়। তিনি এমন অনেক ব্যবসা তৈরি করেছেন যেগুলোর মাধ্যমে চীনের অনলাইন কনজুমার অর্থনীতির আকার বদলে গেছে। আন্তর্জাতিক আর্থিক সংস্থা মরগান স্ট্যানলি এবং ক্রেডিট সুইস-এ ব্যাঙ্কিং কেরিয়ারের পর ২০০৫ সালে তিনি চায়না রেনেসাঁ হোল্ডিংস প্রতিষ্ঠা করেন।

জেডি ডট কম কোম্পানিতে টেনসেন্ট-এর কৌশলগত বিনিয়োগ, এবং দুই রাইড-হেইলিং কোম্পানি ডিডি এবং কুয়াইডির একত্রীকরণ, দুটি বিজ্ঞাপন প্রতিষ্ঠান ফিফটিএইট ডট কম এবং গঞ্জি’র মার্জার, এবং ফুড ডেলিভারি জায়ান্ট মেইটুয়ান এবং ডিয়ানপিং-কে এক করার পেছনে তার কোম্পানির বড় অবদান ছিল।

দু’হাজার আঠারো সালের একটি নিবন্ধে বাও লিখেছিলেন, চীনা জনগণের কাছে সুপরিচিত এমন ৭০% ইন্টারনেট কোম্পানির সাথে তার কোম্পানির ব্যবসা রয়েছে। সূত্র: বিবিসি বাংলা

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit