বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে পাশ কাটিয়ে পেশাগত কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন চিত্রনায়িকা বুবলী। কাজ করছেন হাফ ডজন সিনেমায়। নতুন একটি সুখবরও দিয়েছেন ভক্তদের।
কিছুদিন আগে শেষ করেছেন ‘প্রহেলিকা’ নামে একটি সিনেমার শুটিং। এটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এ সিনেমার মাধ্যমে বুবলী প্রথমবার জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে। মাহফুজেরও এর মাধ্যমে দীর্ঘদিন পর কাজে ফেরা।
অন্যদিকে সম্প্রতি একটি নতুন সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। নাম ‘তুমি যেখানে আমি সেখানে’। সিনেমাটি নির্মাণ করবেন দেবাশীষ বিশ্বাস।
তবে এ সিনেমায় বুবলীর বিপরীতে কে থাকবেন তা নিশ্চিত করা হয়নি এখনো। নির্মাতা কয়েকজনকেই তার পছন্দের তালিকায় রেখেছেন। নিজের অভিনয় ব্যস্ততা প্রসঙ্গে বুবলী বলেন, ‘অভিনয়কে ভালোবেসে সব ছেড়েছি। তাই এ মাধ্যমেই সময়টুকু ব্যয় করতে চাই। নিজেকে ব্যস্ত রাখতে চাই। সেটাই করছি এখন। হাতে যে কাজ রয়েছে সবগুলো সিনেমার গল্প এবং আমার চরিত্র দারুণ।
মুক্তির পর দর্শক নিরাশ হবেন না এটা বলতে পারি।
এদিকে বুবলী আজ একটি অনুষ্ঠানে সেরা নায়িকা হিসাবে পুরস্কার নেবেন বলে জানা গেছে। এটাই তার বছরের প্রথম স্বীকৃতি। ভাষার মাসে এমন স্বীকৃতি পেয়ে তিনিও তৃপ্ত বলে জানিয়েছেন। এটি বুবলী ভক্তদের জন্য সুখবরই বটে।
কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২০