আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহেই জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য আবেদন করবে ফিলিস্তিন। কায়রোতে আরব লীগের এক বৈঠকে এ কথা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর টাইমস অব ইসরাইলের। বর্তমানে ফিলিস্তিন জাতিসংঘের একটি অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র। মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনবাসীর মর্যাদা ও অধিকার আদায়ে আমরা আন্তর্জাতিক আদালতে যাব।
ইসরাইলের কথিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিও আহ্বান জানানো হয় বিবৃতিটিতে।
কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৪