স্পোর্টস ডেস্ক : কদিন পরই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ফরাসি জায়ান্ট পিএসজি। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফের দুঃসংবাদ পেল পিএসজি সমর্থকরা। কিলিয়ান এমবাপ্পের ইনজুরির পর এবার লিওনেল মেসির খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
বুধবার রাতে মার্সেইয়ের কাছে হেরে ফরাসি লিগ থেকে বিদায় নিয়েছে পিএসজি। ম্যাচে পুরোটা সময় খেলা মেসি চোট পেয়েছেন। চোট বেশি গুরুতর না হলেও ১৪ ফেব্রুয়ারি রাতে বায়ার্নের বিপক্ষে মেসির খেলা নিয়ে রয়েছে অনিশ্চিয়তা। খেললেও মেসিকে শতভাগ ফিট হিসেবে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। শনিবার মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে মেসি খেলবেন না বলে জানিয়েছে ইএসপিএন।
হাঁটুর ইনজুরির কারণে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এমবাপ্পে। বিশ্বকাপের ‘গোল্ডেন বুট’ বিজয়ী এই ফরোয়ার্ডকে যে বায়ার্নের বিপক্ষে পাওয়া যাচ্ছে না তা নিশ্চিত ছিল আগেই। এমবাপ্পের মতো মেসিও যদি শেষ পর্যন্ত বায়ার্নের বিপক্ষে খেলতে না পারেন, তাহলে বেশ ভুগতে হবে পিএসজিকে। ফর্মে থাকা এই দুই বড় তারকার অবর্তমানে সব দায়িত্ব পড়বে নেইমারের ওপর।