স্পোর্টস ডেস্ক : আগামী ১ মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে ইংল্যান্ড সিরিজ। তার আগেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এসে দায়িত্ব গ্রহণ করবেন। এদিকে সহকারী কোচ হিসেবে বিদেশি কাউকে নিয়োগ দেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
হাথুরুর ডেপুটি হিসেবে দেশি কাউকেই চায় বিসিবি–এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। তবে বোর্ডপ্রধান সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে স্পষ্টভাবে জানিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। বোর্ডপ্রধান পাপন বলেন, ‘আপাতত আমরা সহকারী কোচের জায়গায় একজন বিদেশি কোচ খুঁজছি। হেড কোচের সঙ্গে সহকারী কোচ থাকলে পরিকল্পনাসহ সব জায়গায় ভালো কিছু করা সম্ভব। এটা নিয়ে আমরা কথা বলছি। আশা করি, ইংল্যান্ড সিরিজের আগেই আমরা একটা সিদ্ধান্তে আসতে পারব।’
দেশি কোচের বিষয়ে পাপন বলেন, ‘আমরা দেশীয় কিছু কোচের বিষয়ে ভাবছি। তারা যদি আগ্রহী থাকে কিংবা এই কোচিং প্যানেলের সঙ্গে যুক্ত হয়, তাহলে হয়তো ভবিষ্যতে তারাও দায়িত্ব নিতে পারবে। হতে পারে সেটি কয়েক বছর পরই।’খেলোয়াড় নির্বাচনের বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সাধারণত নির্বাচকরা একটা দল গঠন করে। তারপর তারা অধিনায়ক এবং কোচের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে পৌঁছায়। তবে হাথুরু সিংহে যেহেতু নতুন আসবে এবং সে সাম্প্রতিক পারফরম্যান্স সম্পর্কে জানে না, তাই নির্বাচকরাই দল নির্বাচন করবে। হয়তো কয়েকটা সিরিজের পর কোচের পরামর্শ নেয়া হবে।’
এদিকে এবারের বিপিএলে দেশি কোচদের অনেক ভালো করতে দেখা গেছে। যে দুদলে বিদেশি কোচ ছিল, তারা এরই মধ্যে বিদায় নিয়েছে আসর থেকে। নাজমুল আবেদিন-রাজিন সালেহ-সালাউদ্দিনরা ভালো করছেন, এটি বিসিবি সভাপতি স্বীকার করলেও হয়তো শতভাগ মন জয় করতে পারেনি তার।
কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০০