স্পোর্টস ডেস্ক : দীর্ঘ বিমানযাত্রার পর ঢাকায় অবতরণের কয়েকঘণ্টা পরেই মাঠে নামলেন আন্দ্রে রাসেল এবং সুনিল নারাইন। দুই ক্যারিবিয়ান তারকাকে উড়িয়ে এনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ ফরচুন বরিশালের বিপক্ষে দুজনেই বোলিং করেছেন। তবে তাদেরকে ছাপিয়ে নায়ক হয়ে গেছেন মুকিদুল ইসলাম। তার পাঁচ উইকেট শিকারে তারকাবহুল বরিশাল মাত্র ১২১ রানে অল-আউট হয়ে গেছে!
আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলায় দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় বরিশাল। তানভীর ইসলামের শিকার হয়ে এনামুল হক বিজয় ফিরেন ৩ রান করে। অপর ওপেনার ফজলে মাহমুদল ৮ রান করে রান-আউট হয়ে যান। অভিজ্ঞ মাহমুদউল্লাহকে আজ নামানো হয় তিন নম্বরে। তার ২৬ বলে ৩ চার ১ ছক্কায় ৩৬ রানই বরিশালের ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান আজও রান পাননি। মুকিদুলের বলে বোল্ড হওয়ার আগে ১২ বলে করেন ৬! দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন করিম জানাত। ১৯.১ ওভারে ১২১ রানে অল-আউট হয়ে যায় ফরচুন বরিশাল। ৩.১ ওভার বোলিং করে মাত্র ২৩ রানে পাঁচ উইকেট নিয়েছেন মুকিদুল।
কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০৮