ডেস্ক নিউজ : বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে তিন দিনের সফরে ঢাকায় আসছেন। আগামী ৬-৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন তিনি।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এই ব্রিফিং করেন।
সেহেলী সাবরিন জানান, বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিন ঘিসলেইন ডি’উডেকেম ডি’আকোজ জাতিসংঘের মহাসচিবের এসডিজি অর্জনের জন্য নিয়মিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হয়ে বাংলাদেশ সফর করবেন। তিনি বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।
কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০