বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী ‘পাঠান’ মুক্তির পর ছবিটি বাংলাদেশে প্রদর্শন করার আবেদন করে দেশের একটি পরিবেশক প্রতিষ্ঠান। ভারতীয় ছবি আমদানি করা নিয়ে মন্ত্রণালয় থেকে শুরু করে চলচ্চিত্রের সংগঠনগুলো এরইমধ্যে কয়েক দফা মিটিং করেন। চলচ্চিত্র পরিচালকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি তাদের সর্বশেষ সভায় ভারতীয় হিন্দি চলচ্চিত্র বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনে সম্মতি দেন কিন্তু সেক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেন।
সভায় পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, ‘আমি নিজেও বিশ্বাস করি, এখন সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি ছবির দরকার আছে। এর মধ্যে আমার কোন দ্বিধাদ্বন্দ্ব নেই। দেশের জন্য যুদ্ধ করেছি। আমার ছবিতে দেশের কথা বলেছি। দেশের প্রতি ভালোবাসার পরিপ্রেক্ষিতে বলতে পারি, এই মুহূর্তে যুব সমাজকে যদি সিনেমা হলে না ঢোকানো যায়, তাহলে ক্ষতি হয়ে যাবে। তা না হলে দেশের নীতিনির্ধারকেরা দায়ী থাকবেন, প্রজন্ম তাদের দায়ী করবে।’
শাহরুখ খানের ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তির পরই বেশ আলোচিত হয়। ঠিক সেই মুহূর্তে আমদানি প্রক্রিয়াতে বাংলাদেশে ছবিটি মুক্তির বিষয়টি সামনে আসে। আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শন করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর আবেদন করে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে আমদানি-রপ্তানিসংক্রান্ত কমিটি সভাও করলেও ‘পাঠান’ মুক্তির বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত আসেনি।
কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৪