স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩৬ পর বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের স্বপ্ন পূরণের যাত্রায় অন্যতম সারথি ছিলেন এনজো ফার্নান্দেজ। ব্যক্তিগত নৈপুণ্যের আলাদা পুরস্কার হিসেবে এই মিডফিল্ডার পেয়েছেন বিশ্বকাপের উদীয়মান সেরার ট্রফি। সেই এনজো এবার চেলসির হয়ে মাতাবেন ইংলিশ প্রিমিয়ার লিগ।
কাতারের ফুটবল মহাযজ্ঞ চলাকালীনই ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর নজরে আসেন ২২ বছর বয়সী এনজো। সুযোগটা কাজে লাগিয়েছে বেনফিকা। এনজোর রিলিজ ক্লজের অংক বাড়িয়ে দেয় তারা। তাতে অন্যরা পিছু হটে। কিন্তু এনজোর জন্য মরিয়া হয়েই মাঠে নেমেছিল চেলসি। পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে এনজোকে দলে নিয়েছে চেলসি। এবারের শীতকালীন দলবদলের শেষ দিনে আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে টেনেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। ব্রিটিশ রেকর্ড ১২ কোটি ১০ লাখ ইউরোয় (বাংলাদেশি মুদ্রায় ১৩৯৯ কোটি টাকা) এনজোকে দলে ভিড়িয়েছে চেলসি। দলবদলে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের এটাই সবচেয়ে বেশি খরচের রেকর্ড।
এনজোর সঙ্গে সাড়ে ৮ বছরের চুক্তি করেছে চেলসি। ২০৩১ সালে শেষ হবে চুক্তির মেয়াদ। বেনফিকা এক বিবৃতিতে এনজোর ক্লাব বদলের খবরটি নিশ্চিত করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এনজোই এখন সবচেয়ে দামি খেলোয়াড়। আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যেও এনজো সবচেয়ে দামি। এরই মধ্যে এনজোর জার্সি নম্বর প্রকাশ করেছে চেলসি। ৫ নম্বর জার্সি পরে চেলসির হয়ে খেলবেন তিনি।
কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০০