বিনোদন ডেস্ক : সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানা কারণেও আলোচনায় থাকেন রাশমিকা। নিজের করা নানা মন্তব্যের কারনেও ট্রলের শিকার হন ভারতের এই জাতীয় ক্রাশ। আর এসব নিয়েই সম্প্রতি এক সাক্ষাতকারে কথা বলেছেন রাশমিকা মান্দানা।
ট্রল নিয়ে রাশমিকা বলেন, ‘আমার শরীর নিয়ে মানুষের সমস্যা। আমি শরীর চর্চা করলে পুরুষের মতো দেখায় আর না করলে মোটা বলে। যদি বেশি কথা বলি তাও সমস্যা, কম কথা বললেও ভাবে অহংকারী! আমি শ্বাস নিলেও সমস্যা, না নিলেও সমস্যা। সুতরাং আপনি আমার কাছে কী চান? আমি থাকব না চলে যাব?’রাশমিকা আরও বলেন, ‘আমাকে নিয়ে যদি আপনার সমস্যা হয়, তবে বলুন আপনার কী সমস্যা? আপনার কেন এই সমস্যা হচ্ছে? মানুষ এমন কিছু শব্দ ব্যবহার করে যা আমাকে মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে।’
এদিকে রাশমিকার এই সাক্ষাতকারের ভিডিওর কমেন্ট সেকশনে নেটিজেনদের অনেক মন্তব্য দেখা যায়। যেখানে তারা এই অভিনেত্রীর পক্ষে লেখেন, রাশমিকার সঙ্গে এ ধরনের আচরণ করা মোটেও ঠিক হচ্ছে না। রাশমিকা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন মজনু’। এ সিনেমাসহ এ পর্যন্ত দুটি বলিউড সিনেমায় দেখা গেছে তাকে। গত ২০ জানুয়ারি মুক্তি পায় এটি। এ ছাড়াও ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে রাশমিকাকে।
কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৮