ডেস্ক নিউজ : ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে নটিংহামকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে এরিক টেন হাগের দল। প্রথম গোলটি করেছিলেন রাশফোর্ড। বিশ্বকাপের পর ইউনাইটেডের হয়ে ১০ ম্যাচ খেলে এটি তার দশম গোল।
ইউনাইটের হয়ে বাকি দুই গোল করেছেন এরপর ভাউট ভেগহোর্স্ট ও ব্রুনো ফার্নান্দেজ। ওল্ড ট্র্যাফোর্ডে আগামী ১ ফেব্রুয়ারি নটিংহামের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি খেলবে ইউনাইটেড। ফাইনালে উঠলে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে সাউদাম্পটন বা নিউক্যাসলকে। দল ফাইনালে এক পা দিয়ে রাখলেও পারফর্মেন্সে আরও উন্নতি চান ম্যান ইউ কোচ এরিক টেন হাগ।
ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘দলের পারফরম্যান্স আমি খুশি। বলতে গেলে ৯০ মিনিটই ম্যাচটি আমরা নিয়ন্ত্রণ করেছি। তবে একটি মুহূর্ত ছিল, যেটা ম্যাচের চিত্র পাল্টে দিতে পারত। এ জায়গাতেই আমাদের উন্নতি করতে হবে। তবে সব মিলিয়ে আমরাই ভালো খেলেছি। তারা কৌশল বদলেছিল। আমরা সেটার সঙ্গে মানিয়ে নিতে পারিনি। এটা হতে পারে না। সেরা হতে হলে এসব জায়গায় আমাদের উন্নতি করতে হবে। অমন মুহূর্ত তৈরি হতে পারে না।’
কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/রাত ৮:০০