বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

দৈনিক ৮ লাখ যাত্রী পরিবহন করবে তুর্কি মেট্রোরেল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইস্তাম্বুলের যানজট সমস্যা সমাধানের লক্ষ্যে মেট্রো রেল সেবা চালু করলো তুরস্ক সরকার। নিজেই এই হাইস্পিড ট্রেন চালিয়ে উদ্বোধন করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। 

রোববার (২২ জানুয়ারি) ইস্তাম্বুলে নতুন মেট্রো রেল সার্ভিস উদ্বোধনের সময় তিনি এ নৈপুণ্য প্রদর্শন করেন। ইস্তাম্বুল শহর থেকে বিমানবন্দর পর্যন্ত চলাচলকারী এ ট্রেন দৈনিক আট লাখ যাত্রী পরিবহন করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ইস্তাম্বুল শহরের কেন্দ্রস্থলে কাগিথানে এলাকা থেকে ইউসুপ সুলতান-আরনাভুতুকোই হয়ে বিমানবন্দর পর্যন্ত ৩৪ কিলোমিটার রুটে চলাচল করবে নতুন ভূগর্ভস্থ হাইস্পিড মেট্রো রেল। আটটি স্টেশনে যাত্রী ওঠা-নামাসহ বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে পৌঁছাতে মোট ২৪ ঘণ্টা সময় নেবে ট্রেনটি।

তুরস্কের সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া ইউজারদের শেয়ারকৃত একটি ভিডিওতে দেখা যায়, প্রথম রাইডে তুর্কি প্রেসিডেন্ট নিজেই মেট্রো রেল চালাচ্ছেন। কন্ট্রোল প্যানেলের জয়স্টিকে ডান হাত আর মনিটরে চোখ রেখে আছেন তিনি।

৩৭ সেকেন্ডের ভিডিও ক্লিপে এরদোয়ানকে তার পেছনে দাঁড়ানো তুরস্কের পরিবহনমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে টুকিটাকি কথোপকথন চালাতে দেখা যায়। এক ফাঁকে পাইলটের আসনের পাশে দাঁড়ানো দুই শিশুর সঙ্গেও কথা বলেন তিনি। মাঝে মাঝে ক্যামেরা প্যান করলে দ্রুতগতিতে ট্রেনের ছুটে চলা দেখা যায়।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ইস্তাম্বুলের এ সাবওয়ে ট্রেন এরইমধ্যে অনেক রেকর্ড সৃষ্টি করেছে। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের দেশীয় প্রকৌশলীরা নিজেদের সামর্থ্যের প্রকাশ ঘটিয়েছেন। প্রথম মাসে যাত্রীরা বিনা ভাড়ায় মেট্রোতে চড়তে ও চলাচল করতে পারবেন বলেও তিনি ঘোষণা দেন।

তুরস্কের সবচেয়ে বড় শহরটিতে নাগরিকদের যাতায়াতের জন্য এখন ৩৮০ কিলোমিটারের বেশি রেলপথ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এক কোটি ৬০ লাখ মানুষের ঠিকানা ইস্তাম্বুলের প্রতিটি প্রান্তে আমরা রেল সংযোগ পৌঁছে দেবো। রেল পরিবহনের মাধ্যমেই ইস্তাম্বুলের যানজট সমস্যা মেটানো হবে।

৯০ দশকের মাঝামাঝি সময়ে ইস্তাম্বুলের মেয়র ছিলেন এরদোয়ান। বর্তমানে শহরের মেয়র পদে রয়েছেন বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা একরাম ইমামোগলু।

এরদোয়ান বলেন, যে দলের হাতেই ইস্তাম্বুল মিউনিসিপ্যালিটির নিয়ন্ত্রণ থাকুক না কেন, তুরস্কের অন্যতম রত্ন হিসেবে পরিচিতি এ শহরের প্রতি সরকারের মনোযোগ ও সেবা সবসময় অব্যাহত থাকবে। মর্মর সাগরের সঙ্গে কৃষ্ণ সাগরের সংযোগ ঘটাতে কৃত্রিম খাল খনন প্রকল্প কানাল ইস্তাম্বুলের কাজ দ্রুত সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা পৃথিবীর অন্যতম ব্যস্ত নৌপথ বসফরাস প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারের জট ছাড়াবো। ইস্তাম্বুলের মধ্যাঞ্চল থেকে শহরের ইউরোপীয় অংশ পর্যন্ত ৪৫ কিলোমিটার খাল খনন হলে প্রতিদিন ১৬০টি জাহাজ ট্রানজিট সুবিধা পাবে। এতে করে বসফরাস প্রণালী এড়িয়ে কৃষ্ণ সাগর থেকে মর্মর সাগরে পৌঁছা যাবে।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৩/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit