বিনোদন ডেস্ক : মেয়ে রাহার বয়স মাত্র ৩ মাস। এর মাঝেই আলিয়া ভাটের আবারো অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। মা হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেন আলিয়া।
কিছু দিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশুট করান এই অভিনেত্রী। তারপর থেকেই জল্পনা ছড়ায়। দ্বিতীয়বার নাকি সুখবর দিতে চলেছেন আলিয়া। খবর আনন্দবাজারের।
গত বছর ১৪ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। তারপর জুন মাসে জানা যায় তিনি মা হতে চলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।
এর মাঝেই আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে তা সম্পূর্ণই ভিত্তিহীন বলে জানাচ্ছেন কাপুর ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ। যদিও আলিয়া ও রণবীর এখনো এ বিষয়ে মুখ খোলেননি।
কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/রাত ১১:০০