শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহপরান পূর্ব থানা শাখার দ্বি বার্ষিক সম্মেলন নগরীর পরগণা বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহপরান পূর্ব থানা শাখার সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেদ আহমদ চৌধুরীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশন শাহপরান পূর্ব থানা শাখার উপদেষ্টা শামীম আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী ও সাজ্জাদুর রহমান। বক্তব্য রাখেন শ্রমিকনেতা আব্দুস বাছিত বাছন প্রমুখ।
সম্মেলনে থানা শাখার অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে আব্দুল জলিল কে সভাপতি, রাসেদ আহমদ চৌধুরী ও আব্দুল বাছিত বাছনকে সহ সভাপতি এবং মিজানুর রহমান-কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ২০২৩-২৪ সনের শাহপরানা পূর্ব থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জামিল আহমদ রাজু বলেন, অবিলম্বে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি আনম সামছুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির জোর দাবী জানান। তিনি বলেন, দেশে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কারণে সাধারণ জনগণ সহ শ্রমিকরা কষ্টের মধেঅঝউঋএ্য দিন কাটাচ্ছেন। এ ধরনের কষ্ট থেকে মুক্তি পেতে ইসলামী রাষ্ট্র খুবই প্রয়োজন। তিনি শ্রমিকদের অধিকার আদায় সহ ইসলামের প্রচার ও প্রসারে সবাইকে কাজ করার আহবান জানান।
কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৫