স্পোর্টস ডেস্ক : গাভি আর লেভানডোফস্কির গোলে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। সেই দাপুটে ধারা বজায় রাখে দ্বিতীয়ার্ধেও। শেষ মুহূর্তে গোল পেয়েছে রিয়াল মাদ্রিদও। তাতে ৩-১ গোলের জয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। আজ রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় বার্সেলোনা। কাতালানদের দাপুটে ফুটবলের কাছে যেন পাত্তাই পায়নি রিয়ালরা।
বিরতির পরও নিজেদের দাপট বজায় রাখে লিওনেল মেসির প্রাক্তন ক্লাবটি। পেদ্রি যেন একাই টেনে নিয়ে গেলেন বল। তারপর সেখান থেকেই নিজেই করলেন গোল। ৬৯ মিনিটে তার গোলে জয়টা তখনই নিশ্চিত হয়ে যায়। খেলার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর ৩-০ গোলেই এগিয়ে থাকে বার্সা। তবে ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে পেদ্রির মতোই গোল করেন করিম বেনজেমা। তবে তার দেওয়া সেই গোল শুধুই হারের ব্যবধান কমিয়েছে।
কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৫০