শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : রোটারি ক্লাব অব সিলেটের উদ্যোগে দক্ষিণ সুরমার দাউদপুরে কম্বল বিতরণ করা হয়েছে। ১৪ জানুয়ারি শনিবার দুপুরে রোটারি ক্লাব অব সিলেটের উদ্দোগে এবং রোটারি ই ক্লাব হেরিটেজ নিউইয়ার্ক ইউএসএ এর সহযোগিতায় উপজেলার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জের ঝাপা এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট রোটাঃ সদরুল আলম চৌধুরী, আইপিপি রোটাঃ নজরুল হক চৌধুরী, পিপি রোটাঃ মুহাম্মদ রিয়াজুল ইসলাম, ডিরেক্টর ভোকেশনাল সার্ভিস রোটাঃ ফরিদা নাসরিন, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫২