স্পোর্টস ডেস্ক : শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের বালিকারা। দক্ষিণ আফ্রিকার বেননিতে শনিবার আসরের উদ্বোধনী দিনের ম্যাচে বাংলাদেশি বোলারদের দাপটে অস্ট্রেলিয়ার মেয়েরা ১৩০ রানেই আটকে যায়। আফিয়া প্রত্যাশা ও দিলারা আক্তারের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের জয়ের ভিত তৈরি হয়। এরপর সুমাইয়া আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
বেনোনির উইলোমোর পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার মেয়েরা। দিশা বিশ্বাসের বলে দলীয় ৭ রানেই তারা প্রথম উইকেট হারায়। পঞ্চম ওভারে ডানহাতি এই পেসার তুলে নেন অপর ওপেনার প্যারিস বোল্ডারকে (৭)। তিনে নেমে ফিফটি করেন ক্লারি মোর। তার ৫১ বলে ৫২ রানের ইনিংসটাই সর্বোচ্চ। এছাড়া এলা হ্যওয়ার্ড ৩৫, অ্যামি স্মিথ ১৬* আর অধিনায়ক রাইস ম্যাককেনা ১২* রান করেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তোলে অস্ট্রেলিয়া। ২টি করে উইকেট নেন মারুফা আর দিশা। একটি নেন রাবেয়া।
কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০০