ডেস্ক নিউজ : পৌষের হাড়কাঁপানো শীত আর কুয়াশা উপেক্ষা করেই ভোর থেকে ইলিশের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। ছুটির দিনে তাই কম দামে ইলিশ কিনতে পাইকারদের সমাগম বেড়েছে। আর ক্রেতারাও রুপালি ইলিশের স্বাদ নিতে দূর-দূরান্ত থেকে আসছেন এই হাটে।
বিক্রেতারা বলছেন, চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকায় সস্তায় বিক্রি হচ্ছে ইলিশ। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার টাকায়। আর ১২০০ থেকে ১৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়। এদিকে পদ্মায় বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়ায় সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এর জন্য ক্রেতারা দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন পদ্মার ইলিশ কেনার জন্য।
আর দাম সহনীয় রয়েছে জানিয়ে ক্রেতারা বলেন, মাওয়া মৎস্য আড়তে পদ্মার আসল ইলিশ পাওয়া যায়। এর জন্য তারা এখানে ইলিশ কিনতে ভিড় করেন। আড়তে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই জানিয়ে ড্রেনেজ এবং সড়ক প্রশস্তকরণের দাবি জানিয়েছেন আড়তদাররা। এ ছাড়া পদ্মায় কারেন্ট জালের ব্যবহার বন্ধেরও দাবি তোলেন তারা।
মাওয়া মৎস্য আড়তের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম বলেন, আড়তে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এর জন্য আড়তদারদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বছর জেলায় ইলিশ উৎপাদন হয়েছে ২ হাজার ১৯৫ মেট্রিক টন। আর এর বড় একটি অংশ বিক্রি হচ্ছে এই ইলিশের হাটে। প্রতিদিন এখানে দুই থেকে তিন ঘণ্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ।
কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৪৫