ডেস্ক নিউজ : সংশ্লিষ্টদের অভিযোগ, ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশ ও সাংবাদিক নামধারী সিন্ডিকেটের ছত্রছায়ায় এসব তিন চাকার যানবাহন থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হয়। বিনিময়ে দেয়া হচ্ছে অবাধে চলাচলের সুবিধা। শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ইজারা ছাড়াই রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক ও সিএনজিচালিত অটোরিকশার বেশ কয়েকটি স্ট্যান্ড। চাষাঢ়া থেকে চারটি রুটে চলাচলকারী সিএনজি ও ব্যাটারিচালিত এসব যানবাহন রাস্তায় যত্রতত্র পার্কিং করার কারণে যানজট লেগেই থাকছে। ফলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী।
চালকদের অভিযোগ, অপেশাদার সাংবাদিক নামধারী কয়েকটি সিন্ডিকেট ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে অন্তত পাঁচ হাজার স্টিকার বিভিন্ন এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও মিশুক মালিককে সরবরাহ করে শহরে চলাচলের সুযোগ করে দিয়েছে। অখ্যাত কিছু অনলাইন পোর্টাল ও অস্তিত্ববিহীন পত্রিকার লোগো বসানো এসব স্টিকার মাসে দেড় হাজার টাকা ভাড়ার চুক্তিতে সরবরাহ করা হয়েছে। এই চাঁদাবাজির মাধ্যমে মাসে সাত থেকে আট লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। পাশাপাশি শহরে চলাচলকারী প্রতিটি অটোরিকশা ও মিশুকচালকের কাছ থেকে ত্রিশ টাকা করে চাঁদা তুলে নিচ্ছে ট্রাফিক পুলিশ ও তাদের সহযোগী সংগঠন কমিউনিটি পুলিশের কর্মীরা। ডাম্পিংয়ের ভয় দেখিয়ে গাড়িপ্রতি আদায় করছে দুই হাজার টাকা। সময় টিভির ক্যামেরায়ও ধরা পড়েছে এমন চাঁদাবাজির চিত্র।
নির্যাতিত চালকদের দাবি, যারা মাসোহারা দিয়ে স্টিকার নিয়েছে তারা অবাধে চলাচল করছে। ট্রাফিক পুলিশ তাদের ধরে না। যাদের স্টিকার নেই তাদের পেলেই দুই হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়। এসব অত্যাচার, দুর্নীতি বন্ধে অটোচালকরা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করলেও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না বলে অভিযোগ তাদের। মহাসড়কগুলোতে অর্থের বিনিময়ে অবাধে চলছে ব্যাটারিচালিত যানবাহন। তবে অনুমোদনহীন এসব যানবাহন চলাচল ও অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।
সময় সংবাদকে তিনি বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন এলাকায় সড়ক-মহাসড়কগুলোতে পঞ্চাশ হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক ও ইজিবাইক চলাচল করছে।
কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩০