শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

কচুয়ায় ড. সেলিম মাহমুদের কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৫৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ চাঁদপুরের কচুয়ার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে ১৩ হাজার কম্বল বিতরণ করেন। ড. সেলিম মাহমুদ ৮, ৯ ও ১১ ই জানুয়ারি তিন দিনব্যাপী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় নিজে উপস্থিত থেকে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এ সকল কম্বল বিতরণ করেন।  

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে বেসরকারি পর্যায়ের অর্থায়নে এই ১৩ হাজার কম্বল ক্রয় করা হয়েছিল। বিগত কয়েক বছর শীতের সময় তিনি কচুয়ায় প্রায় একই পরিমাণ কম্বল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার নিম্ন আয়ের মানুষের মাঝে শেখ হাসিনার উপহার হিসেবে বিতরণ করে আসছেন। কম্বল বিতরণের প্রতিটি অনুষ্ঠানে উপহার গ্রহণকারী মানুষ ছাড়াও সংশ্লিষ্ট এলাকার বিপুল সংখ্যক মানুষ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণসহ ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ নানা শ্রেণি পেশার মানুষ, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কচুয়া উপজেলার ১ নং সাচার ইউনিয়নের রাগদৈল উচ্চ বিদ্যালয় মাঠ ও সাচার উচ্চ বিদ্যালয় মাঠ, ২ নং পাথৈর ইউনিয়নের বরদৈল‌ দাখিল মাদ্রাসা মাঠ, ৩ নং বিতারা ইউনিয়নের পূর্ব মাঝিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ৪ নং পালাখাল ইউনিয়নের পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠ, ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর উচ্চ বিদ্যালয় মাঠ, ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের উজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, ৭ নং সদর দক্ষিণ ইউনিয়নের কোমরকাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, ৮ নং কাদলা ইউনিয়নের পূর্ব মনপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, ৯ নং কড়ইয়া ইউনিয়নের নলুয়া দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, ১০ নং উত্তর গোহট ইউনিয়নের আইনগীরি উচ্চ বিদ্যালয় মাঠ, ১১ নং দক্ষিণ গোহট ইউনিয়নের রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠ, ১২ নং আশরাফ পুর ইউনিয়নের চাঙ্গিনি আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠ ও জগতপুর বাজার সংলগ্ন পাটোয়ারী মার্কেট মাঠ এবং কচুয়া পৌরসভার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

কম্বল বিতরণের প্রতিটি অনুষ্ঠানে ড. সেলিম মাহমুদ বলেন, “এই শীতবস্ত্র কোন ধরনের দান কিংবা অনুদান নয়। এগুলো জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উপহার। তার পক্ষে আমি আপনাদেরকে এই উপহার পৌঁছে দিলাম।”রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যাতে আরও বহু বছর সুস্থ ভাবে বেঁচে থেকে এদেশের মানুষকে সেবা দেয়ার পাশাপাশি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করে যেতে পারেন, সেজন্য তিনি উপস্থিত সকলের কাছে শেখ হাসিনার জন্য দোয়া চান।

শীতবস্ত্র বিতরণের এই অনুষ্ঠানগুলোতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন, কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ১ নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, ২ নং পাথৈর ইউনিয়নের চেয়ারম্যান আক্কাস মোল্লা, ৩ নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক সিকদার, ৪ নং পালাখাল ইউনিয়নের চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, ৫ নং সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, ৬ নং ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, ৯ নং ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, ১০ নং ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, ১২ নং ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন মুন্সী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং শিক্ষক ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit