ডেস্ক নিউজ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বৌভাতের অনুষ্ঠানের জন্য রোববার কুড়িগ্রামের তিন উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। স্কুল ছুটি দিয়ে সেই অনুষ্ঠানে অংশ নেন শিক্ষকরা। তবে চিলমারী উপজেলার কিছু প্রতিষ্ঠান সকালে খোলা হলেও কিছুক্ষণ পর তা বন্ধ করা হয়।
প্রতিমন্ত্রীর রৌমারীর বাসভবনে তার একমাত্র ছেলে সাফায়েত বিন জাকির সৌরভের বৌভাত অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে শিক্ষকরা ছাড়াও জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।
কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৩/সকাল ১:৩২