স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে ২০২৪ মৌসুমে কাপ জিততে না পারার স্মৃতি তাড়া করছে বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে। মেসির ক্লাব ইন্টার মিয়ামি আটলান্টার বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল। চলতি মৌসুমে মিয়ামি কাপের প্লে অফে ন্যাশভিলের বিপক্ষে জয় তুলে ভালো শুরু করেছে। মহাতারকা মেসি বলেছেন, ‘২০২৪ সালের হার থেকে শিখেছেন। কাপ জিততে আরও ভালো করতে হবে।’
প্লে অফে ইন্টার মিয়ামি গত সপ্তাহের ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলে জয় পায়। মেসি সেদিন জোড়া গোল করেন। এরপর দুদল মাঠে নামবে কাপের প্রথম রাউন্ডের লড়াইয়ে। মেসি বলেছেন, ‘প্লে অফ আসলে আলাদা প্রতিযোগিতা, যেখানে ম্যাচগুলো ভিন্নরকম। দলকে নক আউটে ভেবেচিন্তে খেলতে হবে। জয়ের প্রস্তুতি নিয়ে ম্যাচ জয়ের চেষ্টা করতে হবে। আরও ভালো প্রস্তুতি দরকার। ’
গত মৌসুমে কাপ থেকে দ্রুত বিদায় নিয়ে মেসি বলেছেন, ‘গত মৌসুমে প্রথম হয়ে শেষ করেছি কিন্তু কাপের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিতে হয়েছে। এবারো জয়ের লক্ষ্যে খেলবো কিন্তু তা সহজ নয়।’
কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:০০