পুলিশ জানায়, রাতে রেলস্টেশন এলাকায় কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ও মুসল্লীরা বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রেলস্টেশন এলাকার গুনি মিয়া নামের এক ব্যবসায়ি জানায়, ভবঘুরে প্রকৃতির ছেলেটি মুখে কথা বলতে পারতো না। বেশির ভাগ সময় সে স্টেশন এলাকায় ঘোরাফেরা করতো। স্টেশনে ট্রেন দাঁড়ালে ভিক্ষা করতো। গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় স্টেশনের ওভার ব্রিজের নিচেই শুয়ে বসে থাকতো।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও ওসি মোঃ আসাদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার নাম ও পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।