বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এবার কর্মবিরতিতে যাচ্ছেন আদালতের কর্মচারিরা। বিচারকের সঙ্গে আইনজীবীদের অসৌজন্যমূলক আচরণ, বিচারিক কাজে হস্তক্ষেপ, কর্মচারিদের মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে বিচার বিভাগীয় কর্মচারি অ্যাসোসিয়েশন বুধবার থেকে কর্মবিরতি পালন করবে। একইসঙ্গে জেলা জজ আদালত প্রাঙনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ ফারুক এর আদালতে রবিবার থেকে যাচ্ছেন না আইনজীবিরা। আইনজীবি ও ব্রাহ্মণবাড়িয়া বার অ্যাসোসিয়েশন নিয়ে আপত্তিজনক মন্তব্যের অভিযোগ আনা হয় ওই বিচারকের বিরুদ্ধে পাশাপাশি ওই বিচারকের প্রত্যাহারও দাবি করা হয়।
একাধিক সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত একটি মামলা দায়েরকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতাসহ একাধিক আইনজীবীর সঙ্গে বিচারক মোহাম্মদ ফারুকের বিতন্ডা হয়। সময় পার হয়ে যাওয়ায় নিয়ম অনুসারে মামলাটি নিতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি। এ ঘটনায় আদালতে কর্মরত কর্মচারিদের মধ্যেও বিরূপ প্রভাব দেখা দেয়। মঙ্গলবার বিচার বিভাগীয় কর্মচারি অ্যাসোসিয়েশন সভা করে বুধবার থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিচার বিভাগীয় কর্মচারি অ্যাসোসিয়েশনের একটি সূত্র জানায়, প্রায় চারশ’ কর্মচারি বুধবার থেকে একযোগে কর্মবিরতিতে যাচ্ছেন। একটি মামলার ঘটনায় বিচারকের সঙ্গে শুধু নয়, কিছু আইনজীবী কর্মচারিদের সঙ্গে প্রতিনিয়তই বাজে ব্যবহার করেন। এ অবস্থা থেকে উত্তরণে কর্মসূচি দেওয়া হয়েছে।
কিউএনবি/অনিমা /০৪.০১.২০২৩/ সকাল ১১.২৮