আন্তর্জাতিক ডেস্ক : রাজধানীবাসীর কাঙ্ক্ষিত চাওয়া মেট্রো রেলে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার পর প্রথম ট্রেনটি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে আসে। মেট্রো রেলে ভ্রমণের জন্য বুধবার রাত থেকে স্টেশনে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রথম দিনেই মেট্রো রেলে ভ্রমণ করে উচ্ছ্বসিত তারা।
খুব অল্প সময়ে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁওয়ে আসতে পেরে যাত্রীদের বাঁধভাঙা উল্লাস করতে দেখা গেছে। যাত্রীরা বলছেন, মেট্রো রেলে চড়ার পর তাদের কাছে মনে হচ্ছে তারা ঢাকায় নয়, উন্নত বিশ্বের কোনো দেশে চলে এসেছেন। উন্নত প্রযুক্তির মেট্রো রেল চালুর জন্য অনেকেই বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। তরিকুল হায়দার নামে এক যাত্রী বলেন, এখানে যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। মেট্রো রেলের প্রথম ট্রেনে ওঠার জন্য রাত ১১টা থেকে স্টেশনে অপেক্ষা করছি। যাই হোক, অবশেষে ট্রেনে উঠতে পেরে অনেক ভালো লাগছে।
আমিরুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, ‘এমআরটি পাস নিতে একটু লেট হয়েছে। আর এটাই স্বাভাবিক। কারণ প্রথম অবস্থায় অভ্যস্ত হওয়ার বিষয় রয়েছে। তবে দেখে ভালো লাগছে যে দেশে এখন ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটতে পারছি। দেশ এখন ডিজিটাল। ’
কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪০