স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টে বাংলাদেশকে হারাতে আর ১০০ রানের দরকার ভারতের। আর বাংলাদেশের জিততে ভারতের ৬ উইকেট তুলে নেওয়া দরকার। ম্যাচের চতুর্থ দিনেই এই ফলাফল দেখা যাবে বলে মনে হচ্ছে।
ভারতের বিপক্ষে এই টেস্টের দুই ইনিংসেই দৃষ্টিকটুভাবে আউট হন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তার এই আউটের ধরন নিয়ে সমালোচনা করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। যে শট খেলে সাকিব আউট হয়েছেন, সেগুলো খেলা অপ্রয়োজনীয় ছিল বলে মনে করেন তিনি।
দ্বিতীয় টেস্ট চলাকালীন সনি স্পোর্টসের সঙ্গে আলাপনে গাভাস্কার বলেন, ‘সাকিবের বয়স কত? আমার মনে হয় তার চোখ পরীক্ষা করানো উচিত। তিনি দুই ইনিংসেই যেভাবে ড্রাইভ করে আউট হয়েছেন, তার একটিও ড্রাইভ করার মতোন বল ছিল না।’
তিনি বলেন, ‘আমাকে দয়া করে ভুল বুঝবেন না। আমি সাকিবকে অসম্মান করে কিছু বলছি না। তিনি যে বলগুলো ড্রাইভ করেছেন সেগুলো ধীরগতির বল ছিলো না, দুটি বলই দ্রুতগতির ছিল।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৫