বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের অভিযানে ভারতীয় তেল ও লোশনসহ দুইজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলোন, সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বেরিগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. মোশারফ (২৯) ও একই এলাকার খলিল মিয়ার ছেলে মোহর আলী (২৪)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে আশুগঞ্জের লাভিডা হাসপাতালের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৭১২ পিস ভারতীয় নারিকেল তেল ও ৭১২ পিস ভারতীয় বডি লোশনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য আনে বলে র্যাবের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে।
কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪২