আন্তর্জাতিক ডেস্ক : চীনে করোনাভাইরাসের নতুন উপ-ধরন ‘বিএফ.৭’ সংক্রমণ বেড়ে যাওয়ার খবরে তৎপর হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ পরিস্থিতিতে ভারতের বাসিন্দাদের মাস্ক পরার আবেদন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মোদি। ওই বৈঠকে মাস্ক পরার বার্তা দিয়েছেন তিনি।
বছরের শেষের দিকে করোনার নতুন উপ-ধরন যেভাবে চোখ রাঙাচ্ছে প্রতিবেশি দেশে, সেই প্রেক্ষিতে ভারতেও আবার মাস্ক পরার মতো কোভিডবিধি বাধ্যতামূলক করা হবে কি না, এ নিয়ে জোর চর্চা চলছিল।
চীন-সহ বিশ্বের কয়েকটি দেশে যেভাবে দাপট দেখাচ্ছে সংক্রমণ, তাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার আবার দেশবাসীকে মাস্ক পরার জন্য আহ্বান জানালেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
জিনোম সিকোয়েন্সিংয়ে যেন জোর দেওয়া হয়, রাজ্যগুলোকে সেই বার্তাও মোদি দিয়েছেন। কয়েকদিন পরই রয়েছে বড়দিন। তার পরই রয়েছে ‘নিউ ইয়ার’ উদ্যাপন। উৎসবের মওসুমে যেন সংক্রমণ না বাড়ে সে কারণে দূরত্ববিধি মেনে চলা, মাস্ক এবং নিয়মিত স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় সরকার।
কোভিড পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ভারতের সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানান, চীনের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে ভারতের করোনা পরিস্থিতিও পর্যালোচনা করা হচ্ছে। রাজ্যগুলোতে এরই মধ্যে বেশ কিছু সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় স্তরে নজরদারি আরো বাড়াতে হবে বলে জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনা মহামারি এখনো শেষ হয়নি। কোভিড আমাদের শত্রু। সে প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই ভারতের কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। সংক্রমণ তলানিতে ঠেকেছে। মৃত্যুর হারও কমেছে। তবে সম্প্রতি চীনে করোনার নয়া উপ-ধরনের কারণে যেভাবে সংক্রমণ বাড়ছে, তা চিন্তা বাড়িয়েছে।
এর পরই তৎপর হয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছে ১৮৫ জন। করোনায় এক দিনে মৃত্যু হয়েছে ১ জনের।
ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ৮২০ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৩০ হাজার ৬৮১ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।
সূত্র: এনডিটিভি।
কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:১৮