আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ১০ মাস পেরিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়। তবে এখনো থামার কোনো ইঙ্গিত নেই। শুরু থেকেই জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে। ইউক্রেন-রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করেও যুদ্ধ থামাতে পারেনি তুরস্ক।
বুধবার ইউনাইটেড রাশিয়া পার্টির প্রধান দিমিত্রি মেদভেদেভের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন শি জিনপিং। এ সময় দুই পক্ষকেই শান্তির পথ বেছে নিয়ে যুদ্ধবিরতির দিকে যাওয়ার আহ্বান জানান। তার এ বক্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়।
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেন সংকটে চীনের অবস্থান নিরপেক্ষ। আশা করছি- দুইপক্ষ আরও সহনশীল হয়ে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে পারস্পারিক নিরাপত্তার কথা বিবেচনা করে শান্তির পথ বেছে নেবে।
প্রসঙ্গত ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে সরাসরি রাশিয়াকে সমর্থন না দিলেও নানা কৌশলে দেশটির পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে।
কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০