শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট উৎসব 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৬১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ এই যৌথ ‘রিট্রিট সেরিমনি’র আয়োজন করে। এ সময় বিজিবি-বিএসএফ সদস্যদের চৌকস দল প্যারেড ও সালাম প্রদান শেষে ভিউগুলের সুরের সাথে সাথে জাতীয় পতাকা নমিত করেন।পরে দু’পক্ষের মধ্যে মিষ্টি ও গাছ বিনিময় হয়।

বেলা পাঁচটার দিকে বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফ’র হাতে মিষ্টি তুলে দেয় বিজিবি। ভারতীয় বিএসএফ’র পক্ষ থেকে বিজিবিকে দেওয়া হয় গাছের চারা। এ সময় দু’পাশে উপস্থিত দুই দেশের হাজারো মানুষ নয়নাভিরাম এ দৃশ্য উপভোগ করেন। 

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবি সরাইল রিজিওনের ডেপুটি রিজিওয়ন কমান্ডার কর্ণেল কাজী শামীম হাসান , বিজিবি ৬০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ নুরুল আবছার। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ ১২০ ব্যাটালিয়নের এডজুটেন্ট অফিসার মনুজ কুমার।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit