স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : গত ৭ ডিসেম্বর ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদলের সহসভাপতি মনিরামপুরের কৃতিসন্তান মুতাছিম বিল্লাহ ও ঢাকা কলেজ শাখার সভাপতি শাহিনুর রহমানসহ সাড়ে চার শতাধীক নেতাকর্মীকে গ্রেফতার করে।
গতকাল শনিবার দুপুরে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত মনিরামপুরে তাদের বাড়িতে গিয়ে পিতা-মাতাসহ পরিবারবর্গকে সান্তনা দেন এবং তাদের খোজখবর নেন। প্রথমে অনিন্দ্য ইসলাম অমিত যান কাশিপুর গ্রামে শাহিনুর রহমানের বাড়িতে। পরে তিনি রাজগঞ্জ মোবারকপুর গ্রামে যান মুহতাছিম বিল্লার বাড়িতে। দু:সময়ে পাশে পেয়ে মুহতাছিম ও শাহিনের পরিবার তাদের প্রিয় নেতা অমিতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
অনিন্দ্য ইসলাম অমিত এ সময় তাদের পরিবারবর্গকে সান্তনা দিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চলমান আন্দোলনে অংশ নিয়ে আপনাদের সন্তানরা বীরত্বপূর্ন ভূমিকা রেখে চলেছেন। তাদের এই বীরত্বের কথা দল ও জাতীর কাছে স্মরনীয় হয়ে থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, মোহাম্মদ মুছা, মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর শাখার আহ্বায়ক খায়রুল ইসলাম, মফিজুর রহমান, আব্দুল হাই, আসাদুজ্জামান মিন্টু, নিস্তার ফারুক, শামছুজ্জামান শান্ত প্রমুখ।
কিউটিভি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০