ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি : ৫২তম বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের শহীদ বীর মুক্তিযুদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে গণ বিশ্ববিদ্যালয়।গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন সকাল ৭ টায় পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে ২ মিনিট নিরাবতা পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রধান ড. ফুয়াদ হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের এনিমেল প্রোডাকশন বিভাগের প্রধান ডা. আব্দুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোঃ শাহ আলম সহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৪