শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষ্যে লুমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় সিলেট রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্তদান ও শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লুমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাবের প্রধান উপদেষ্ঠা ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই স্বাধীনতা।
তিনি বলেন, যারা নিজের জীবন বাজী রেখে রক্তদান করে মানুষের জীবন রক্ষা করেন, নিঃশ্বন্দেহে তারা অনেক বড় মনের মানুষ। রক্তদান আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্বও বটে। এর মাধ্যমে সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করে, এমনকি ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে সহায়তা করে। সুতরাং আসুন, আমরা প্রত্যেকে হয়ে উঠি একেকজন রক্তযোদ্ধা এবং রক্ত দিয়ে পৃথিবীর প্রানস্পন্দনে অবদান রাখি। পাশাপাশি তিনি এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের অন্যান্য সামাজিক সংগঠন ও বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
লুমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাবের সভাপতি মোঃ সাকির রানা (কাবির) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তওহীদ আহমেদ এর পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান ও শীতবস্ত্র অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শাহিদুল ইসলাম শাওন, মাহির চৌধুরী ও নাঈম আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক ভাষ্কর দেব, সাংগঠনিক সম্পাদক সঞ্চয় অঞ্জন সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক তাহবিবা রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক আবিদ আশরাফ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইফতিয়া রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হৃদিতা শাহরিন উপমা, স্বাস্থ বিষয়ক সম্পাদকঃ সৌরভ দত্ত জয়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউসুফ আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক তন্ময় কুমার দাস, সদস্য জয় বর্ধন, শামীমা ইসলাম, মেহেদী হাসান, ফাহিম চৌধুরি প্রমুখ।
কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫