আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য চুক্তির আওতায় ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টনেরও বেশি শস্য রপ্তানি হয়েছে। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় এটি হয়েছে। জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের প্রধান রেবেকা গ্রিনস্প্যান এ তথ্য জানিয়েছেন।
রেবেকা গ্রিনস্প্যানকে উদ্ধৃত করে আলজাজিরা জানিয়েছে, টানা সাত মাস ধরে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির গতি কমিয়েছে শস্য রপ্তানির চুক্তিটি। রেবেকা বলেছেন, ১৪ মিলিয়ন টন খাদ্য ছাড় করেছি। যা ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের মাধ্যমে এসেছে। এটি বাজারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ বলেও মনে করেন তিনি।
কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য রপ্তানি নিশ্চিতের জন্য জাতিসংঘের সঙ্গে মিলিতভাবে এ চুক্তিতে মধ্যস্থতা করেছে তুরস্ক। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা নেতাদের একজন তুরস্কের প্রেসিডেন্ট।
দিন কয়েক আগেও দুই নেতা খাদ্যশস্য সরবরাহ এবং তুরস্কে সম্ভাব্য আঞ্চলিক গ্যাসকেন্দ্র নিয়ে আলোচনা করেছেন।
সূত্র : আলজাজিরা
কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৯