ডেস্ক নিউজ : সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। কামরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীন এ দেশে আর কোনো নির্বাচন হবে না। অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপিকে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করে সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, সতর্ক না হলে এমন হস্তক্ষেপ বরদাশত করা হবে না।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮