সাভার প্রতিনিধি : আসন্ন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়ার পরে গণ সংযোগে নামেন আকবর হোসেন মৃধা। গতকাল বিকালে এই গণ সংযোগ করেন প্রার্থী আকবর মৃধাসহ তার লোকজন। এসময় বেরন, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও ঘোষবাগ এলাকার বিভিন্ন পাড়া মহল্লা থেকে শুরু করে চায়ের দোকানে ঘুরে-ঘুরে আকবর মৃধার পক্ষে ভোট চাওয়া হয় এবং লিফলেট বিলি করা হয়। সেই সাথে ভোটারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতিও দেওয়া হয়।
প্রার্থী আকবর হোসেন মৃধা বলেন,আমি নির্বাচিত হলে আওয়ামী সরকারের পক্ষে ইয়ারপুর ইউনিয়নের সকল রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, সুয়ারেজ ড্রেন নির্মাণসহ সকল শ্রমিক মেহনতী মানুষের মৌলিক অধিকার পূরণে কাজ করবো। ইয়ারপুরবাসী প্রত্যাশা পূরণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এই গণ সংযোগে উপস্থিত ছিলেন, বেরন ও চিত্রশাইলের মোঃ জিয়াউর রহমান, মোঃ মফিজ, মোঃ বাবুল ও মোঃ মামুনসহ আরো অনেকে। উল্লেখ্য, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যুতে আগামী ২৯ ডিসেম্বর ইয়ারপুরে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৪