স্পোর্টস ডেস্ক : স্বাধীনতা কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংস। আজ মুন্সিগঞ্জে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে তারা। গোল ক্রস জায়গা ছেড়ে ফেরাতে আসেন মোহামেডান গোলরক্ষক হাবিব বিপু কিন্তু গ্লাভসে আটকাতে না পারায় বল পেয়ে যান রাকিব হোসেন। ফাকা পোস্টে সহজেই লক্ষ্যভেদ করেন রাকিব। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি কিংস।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে প্রচেষ্টা চালায় মোহামেডান। কিন্তু কিংসের রক্ষণ ভাঙতে পারেনি সাদা-কালোরা। উলটো গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবসন রোবিনহো। ডরিয়েলটনের সঙ্গে ওয়ান- টু-ওয়ান খেলে বক্সের বাইরে থেকে নেওয়া শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সেমিফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদের মধ্যকার ম্যাচের জয়ী দল।
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪