বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলে মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা চাপায় মো. কামরুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার কাশিনগর গ্রামের দারু মিয়ার ছেলে। আখাউড়া হাসপাতাল ও অটোরিকশা চালক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিঙ্গারবিল বাজারে হাঁটার সময় কামরুল মিয়াকে ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয়।
আহত ব্যক্তিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ রাত আটটার দিকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:২৪