সজিব হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি : “মান সন্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন কমবে সম্পদের ক্ষতি” এ শ্লোগানে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রশাসক ও বিআরটিএ আয়োজনে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে এক রালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। নওগাঁ বিআরটিএ মোটরযান পরির্দশক আফতাবুল ইসলামের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রুত পাল, নওগাঁ সিভিল সার্জন ডাঃ মো: আমিনুল ইসলাম, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশল রাশেদুল হক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নওগাঁ জেলা কমিটির সভাপতি এ এস এম রায়হান আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় স্থানীয় গণমান্য ব্যাক্তি বর্গ ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সচেতন মুলক মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।
কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৫০