আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার থানায় রায়ট কন্ট্রোল এবং শক্তি প্রয়োগের আইনানুগ যথাযথ নিয়ম অনুসরণ সংক্রান্ত রায়ট কন্ট্রোল ড্রিল এবং ফায়ারিং অনুশীলন সম্পন্ন হয়েছে।
ডোমার থানা আয়োজিত বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে ডোমার থানা, চিলাহাটি পুলিশ তদন্তকেন্দ্র এবং ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যগনদের নিয়ে নিয়মিত মহড়ার অংশ হিসেবে রায়ট কন্ট্রোল ড্রিল এবং ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) মহোদয়ের নির্দেশে ডোমার থানা ক্যাম্পাসে রায়ট ড্রিল শেষে পরবর্তীতে ডোমার উপজেলা পরিষদের ফরেস্ট মাঠে ফায়ারিং অনুশীলন করানো হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, নীলফামারী পুলিশ লাইন্স্ অস্ত্রাগারের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইউসুফ আলীর দিকনির্দেশনায় উক্ত রায়ট কন্ট্রোল ড্রিল এবং ফায়ারিং অনুশীলন সম্পন্ন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানন।
কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮