স্পেশাল ডেস্কঃ শাহরিয়া ইসলাম শায়লা। এখন লন্ডন প্রবাসী। বর্তমানে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়িকা। ৬ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে চলতি বছরের প্রথম দিকে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালালে শাহরিয়া ইসলাম শায়লা মারাত্বক ভাবে আহত হন। মাটিতে পরে গেলে গর্ভাবস্থায় পেটের সন্তান আঘাত প্রাপ্ত হয়।
পরবর্তীতে জীবন মরণ সন্ধিক্ষণে গর্ভজাত সন্তানকে বাঁচাতে তিনি চলে যান উন্নত চিকিৎসার জন্যে লন্ডনে। সেখানেই সিজার করে প্রসূতি ও ৬ মাসের নবজাতক বাচ্চার জীবন রক্ষা হয় আল্লাহর অশেষ রহমতে।
সুদূর লন্ডনে থাকলেও বিএনপির রাজনীতির সংগে গভীর ভাবে সংশ্লিষ্ঠ শায়লা। প্রতিটি কর্মসূচিতে শায়লার সরব পদচারণা লক্ষ্য করা যায় সোশ্যাল মিডিয়ায়। দলীয় কর্মসূচি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন শাহরিয়া ইসলাম শায়লা। শুধু প্রচারণাই নয়, সার্বিক সহযোগিতা করে থাকেন দলীয় কর্মসূচিগুলোতে।
ফরিদপুরের কন্যা শাহরিয়া ইসলাম শায়লা আগামী ১২ই নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দে বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সুদূর লন্ডন থেকে। নেতাকর্মীদের খাবার ও বোতলজাত পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছেন। সেই সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা,সদরপুর,চরভদ্রাসন আসনের বিপুল সংখ্যক কর্মীবাহিনীকে বিএনপির লোগো সমৃদ্ধ গেঞ্জি সরবরাহ করবেন তিনি জানিয়েছেন।
শাহরিয়া ইসলাম শায়লা বিএনপির নিবেদিতা একজন। জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রামে লড়াকু একজন সৈনিক। শাহরিয়া ইসলাম শায়লা ফরিদপুরের ভাঙ্গা,সদরপুর,চরভদ্রাসন আসনের জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেন। সহসাই দেশে ফিরে আন্দোলন সংগ্রামে নিয়মিত উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন শাহরিয়া ইসলাম শায়লা ।
কিউএনবি/বিপুল/০৯.১১.২০২২/ রাত ৯.২০