আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠান ইউনেসকো বলেছে, সারা বিশ্বে সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ বিচার পায় না। ইউনেসকো সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সঠিকভাবে তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে৷
ইউনেসকোর মহাপরিচালক অড্রে আজুলে এক বিবৃতিতে বলেন, অমীমাংসিত মামলার এমন বিস্ময়কর সংখ্যা থাকলে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না। ইউনেসকোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ ও ২০২১ সালে কর্মরত অবস্থায় ১১৭ সাংবাদিককে হত্যা করা হয়েছে। ৯১ জনকে হত্যা করা হয়েছে, যখন তারা কর্মরত ছিলেন না।
সূত্র : এনডি টিভি।
কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০