স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরের পল্লীতে খেজুর গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে পিতা-ছেলে গুরুতর জখম হয়েছে। এর মধ্যে গাছি দা দিয়ে কুপিয়ে পিতা আলী বক্স(৬৫)কে এবং বাইলধারা দিয়ে পিটিয়ে জখম করা হয় ছেলে আব্দুল্লাহ(২৫)কে।
আর এ ঘটনা ঘটেছে সোমবার দুপুরে উপজেলার শয়লা গ্রামে। আহতদের মধ্যে পিতা আলি বক্সকে উদ্ধারের পর প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরি করা হয়। এ ঘটনার পর দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালুয়াহাটি ইউনিয়নের শয়লা গ্রামে জমাজমি নিয়ে আলী বক্স দফাদারের সাথে তার চাচাত ভাই বিল্লাল হোসেন ওরফে ঘেনু দফাদারের দীর্ঘদিন বিবাদ চলে আসছে। অভিযোগ রয়েছে সোমবার দুপুর আড়াইটার দিকে ঘেনু দফাদার ও তার ছেলে রাজু আহম্মেদ এবং তিন সহযোগী হোসেন আলী(গাছি), মোয়াজ্জেম হোসেন ও উজ্জলকে সাথে নিয়ে ওই বিরোধপূর্ণ জমিতে খেজুরগাছ তুলতে(রস সংগ্রহের জন্য প্রস্তুত করতে) যান।
কিন্তু তাতে বাধা দেন প্রতিপক্ষ চাচাত ভাই আলী বক্স ও তার ছেলে আব্দুল্লাহ। এ সময় ঘেনু দফাদারের সাথে তাদের কথাকাটাকাটি হয়। অভিযোগ রয়েছে একপর্যায়ে ঘেনু দফাদারের ছেলে রাজু আহম্মেদ গাছিদা দিয়ে উপুর্যপরি কুপিয়ে আলী বক্সকে গুরুতর আহত করে। এ সময় ঠেকাতে আসলে আলী বক্সের ছেলে আব্দুল্লাহকে বাইলধারা দিয়ে পিটেয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে স্থাণীয়রা আহত পিতা-ছেলেকে উদ্ধারের পর প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে আলী বক্সের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রত্যক্ষদর্শী আবু বক্কার নামে এক ব্যক্তি জানান, আলী বক্সকে কুপিয়ে ঘেনু দফাদার ও তার ছেলে রাজু আহম্মেদ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি।
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৮