শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।
নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ এতে সভাপতিত্ব সভাপতিত্ব করেন। সেমিনারে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. হারুন অর রশিদ, ভোক্তা অধিকার নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম, নেত্রকোনা টৌর সভার প্যানেল মেয়র- ১ এস.এম মহসিন আলম, নেত্রকোনা জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল ওয়াহেদ প্রমুখ।
কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫১