রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল-এর ৪০তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ৮৭জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল-এর ৪০তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে চামড়া গোলা মোড়স্থ কার্যালয় চত্ত্বরে প্রতিবন্ধীদের বিতরণ শেষে এক আলোচনা সভা, কেক কাটা ও অফিস চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামান, সলিডারিটির নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল কুড়িগ্রামের বেজ ম্যানেজার আব্দুল গফুর, মহিদেবের প্রকল্প পরিচালক জালাল উদ্দিন প্রমূখ।
কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৮