বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

আখাউড়ায় গ্রামীনফোন সেন্টারের শুভ উদ্বোধন।  

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩১৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন কোম্পানি গ্রামীণফোনের সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া পৌরসভার প্রানকেন্দ্র লালবাজার সাবেক অনুরাগ সিনেমা হল ভবনের নিচতলায় দোয়া মোনাজাত, কেক ও ফিতা কেটে এর উদ্বোধন করেন বিভাগ ও জেলা পর্যায়ের গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন, আখাউড়া গ্রামীণফোন সেন্টারে প্রোপাইটার হাজী এম এ তাহের, পরিচালক এম এ মামুন, মোঃ রহমতউল্লাহ, সমাজসেবক তাজুল ইসলাম পিয়াশ, মোঃ রিসাতুল ইসলাম আলী, সাংবাদিক মোশারফ হোসেন কবির সহ আরো অনেকে। 
আখাউড়া গ্রামীণফোন সেন্টার উদ্বোধন কালে এর পরিচালক এম এ মামুন ও মোঃ রহমত উল্লাহ জানান, এখান থেকে গ্রামীণফোন টেলিকমিউনিকেশনের বিভিন্ন প্রকার সার্ভিস, নতুন সিমকার্ড ক্রয়, সিম রিপ্লেসমেন্ট, সিমের মালিকানা পরিবর্তন, সিম কার্ড ও ফোনের বিভিন্ন প্রকার তথ্য সংক্রান্ত পরামর্শ ও সেবাসমূহ কোন প্রকার ঝামেলা ছাড়াই দ্রুত সময়ের মধ্যে প্রদান করা হবে। 
এছাড়াও এখান থেকে অনুমোদিত বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল হ্যান্ডসেট ও মোবাইল এক্সেসরিজ গ্রাহকদের জন্য সুলভ মূল্যে ক্রয়ের সুবিধা থাকবে। আখাউড়ার গ্রামীণফোন সেন্টারে গ্রাহকদের সুবিধার্তে আলাদা পুরুষ ও মহিলা কাস্টমার ম্যানেজার থাকবে বলে জানান গ্রামীণফোন সেন্টার কর্তৃপক্ষ। 
আখাউড়ায় এই প্রথম গ্রামীণফোন সেন্টার চালু হওয়ায় খুশি হয়েছেন এখানকার গ্রামীণফোনের গ্রাহকরা। ফিতা ও কেক কেটে উদ্বোধন শেষে সকলকে নিয়ে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়, পরে উপস্থিত সকলের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit