বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক এম.পির বাবা দেশের সংবিধান প্রণেতাদের অন্যতম বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হকের ২০তম মৃত্যুবার্ষিকি উপলক্ষে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাচশ’ মাদরাসা ছাত্র ও এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম এসব আয়োজন করেন।
সকালে উপজেলার একটি মাদরাসা ও.আরেকটি এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন এসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল হালিম হেলালসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মৃত্যুবার্ষিকি পালনে পৃথক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগ। বেলা ১১টায় এ রিপোর্ট লেখার সময় আখাউড়ায় স্মরণ সভা চলছিলো।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩