মালয়েশিয়া যুবদল সভাপতির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন।
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি ।
Update Time :
বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
২১৭
Time View
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি জাহাঙ্গীর আলম খানের স্বেচ্ছাচারিতা,দলীয় নিয়মনীতি কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার একচ্ছত্র আধিপত্য বিস্তার ও পদ বানিজ্যের প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া যুবদল। মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস,সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর,প্রচার সম্পাদক আরিফ সহ কমিটির অধিকাংশ নেতৃবৃন্দ বাংলাদেশে স্থায়ীভাবে চলে গেছেন।
সহ সভাপতি মঞ্জু খাঁ,শাজাহান হাওলাদার,যুগ্ম সম্পাদক আরাফাত হোসেন কালু,সহ সাধারণ সম্পাদক রমজান আলী,দপ্তর সম্পাদক বাদল কারার সহ গুটিকয়েক নেতৃবৃন্দ মালয়েশিয়ায় অবস্থান করলেও তাদের মতামত কে উপেক্ষা করে জাহাঙ্গীর আলম তার একক ক্ষমতা প্রয়োগ করে দলের ভিতর কোন্দল ও ভাঙ্গন সৃষ্টি করে দলীয় কার্যক্রম কে স্থবির করে তুলেছেন। তিনি তার নিজ জেলার লোকদের ও তার তল্পিবাহক প্রিয়ভাজনদের দলে অনুপ্রবেশ করিয়ে সিনিয়র নেতৃবৃন্দদের মতামতা কে প্রতিনিয়ত অবজ্ঞা করে যাচ্ছেন।
তিনি স্থানীয় ও প্রভাবশালী কিছু সাঙ্গ-পাঙ্গ দিয়ে তার মতামতের বাহিরে অবস্থান নিলে দলের নেতা কর্মীদের ভয় ভীতি ও পুলিশে ধরিয়ে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর হুমকি দিয়ে যাচ্ছেন। গত ২২-০৪-২০২২ তারিখ বুকিত বিন্তাং কুয়ালালামপুর রেষ্টুরেন্ট রাঁধুনি বিলাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিএনপি,যুবদল ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতা কর্মীদের উপস্থিতিতে ইফতার মাহফিল চলাকালীন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে তা বানচালের উদ্দেশ্যে ইফতারির ১০ মিনিট পূর্বে অতর্কিত হামলা চালায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার নিজ হাতে ছিঁড়ে ফেলার দুঃসাহসিক কাজ করেন।
তিনি ইফতার মাহফিলে হামলা করে ক্ষ্যান্ত হননি স্থানীয় থানায় মিথ্যা মামলা দায়ের করে সহ সভাপতি মুঞ্জ খাঁ সহ তিনজন যুবনেতাকে গ্রেফতার করান।পরবর্তীতে স্থানীয় থানা পুলিশের তদন্ত,সিসিটিভির ফোটেজ ও রেষ্টুরেন্টের মালিক,কর্মচারীদের জিজ্ঞাসাবাদে তার দায়েরকৃত অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় ভোর রাতেই যুবনেতাদের জামিন দেয়া হয় এবং জাহাঙ্গীর আলমের সহযোগীকে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও ২০১৫ সালে প্রচার সম্পাদক আরিফ হোসেন,২০১৬ সালে ফরিদ নামের যুবনেতাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেশে ফেরত পাঠানোর জন্য যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম সরাসরি জড়িত বলে প্রমান রয়েছে। অতি সম্প্রতি সহ সভাপতি মঞ্জু খাঁ কে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। কুয়ালালামপুর মহানগর যুবদল সভাপতি শামীম রেজা তার সিদ্ধান্তের বাহিরে অবস্থান নিলে তাকেও পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। জাহাঙ্গীর আলম খান পদ বানিজ্যের টাকা দিয়ে ঢাকায় মার্কেট নির্মাণ করেছেন প্রতিনিয়ত তিনি পদের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।
যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম খানের এ সকল অপকর্মের প্রতিবাদ করলেই সাধারণ নেতাকর্মীদের পুলিশী হয়রানি ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার স্বীকার হতে হয় বিধায় বিভিন্ন মহানগর ও শাখা কমিটির নেতৃবৃন্দ অভিযোগ তুলতে সাহস করেনি।এ ছাড়াও দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বিধায় সকলেই চুপ ছিলেন। তার এ সকল অপকর্মের কারনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে,দলের ঐক্য বিনষ্ট হয়েছে এবং প্রবাসীদের মাঝে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
অতি সম্প্রতি তার অপকর্মের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ও দলীয় কোন্দল কে জাহাঙ্গীর আলম খান উস্কে দেয়ায়,মালয়েশিয়া যুবদলের সকল নেতৃবৃন্দ,সকল মহানগর ও শাখা কমিটির নেতৃবৃন্দ ও দলের সাধারণ নেতা কর্মীরদের নিয়ে তার সকল দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ডের প্রতিবাদে একতা প্রকাশ করে গতকাল রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে যুবদলের নেতৃবৃন্দ মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সকল অপকর্মের প্রতিবাদে তার শাস্তি দাবি করে দল থেকে আজীবন বহিষ্কার করতে দলের হাই কমান্ডের নিকট আবেদন করেন।দলীয় শৃঙ্খলা ও ঐক্য ফিরিয়ে আনতে এবং প্রবাসীদের মাঝে দলের ভাবমূর্তি পুনরুদ্ধারে মেয়াদোত্তীর্ণ কমিটির কার্যক্রম স্থগিত করে অবিলম্বে নতুন কমিটি দেয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে মালয়েশিয়া যুবদলের সহ সভাপতি মঞ্জু খাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দপ্তর সম্পাদক বাদল কারার। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন নাসির,সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী মিনহাজ মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন কালু,কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার,সেড়দাং যুবদলের সভাপতি নাজমুল হাসান,সিমুনিয়া মহানগর যুবদল সভাপতি খালিদ হাসান রিপন,জোহর প্রদেশ যুবদল সভাপতি সবুজ,সাধারণ সম্পাদক জালাল উদ্দীন হাসান শাহীন,সভাপতি প্রার্থী জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক প্রার্থী নূর এ সিদ্দিকী সুমন দেশে অবস্থান করায় ভার্চ্যুয়ালি যোগদান করেন মালয়েশিয়া যুবদলের সহ সভাপতি শাহজাহান হাওলাদার,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস,সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর অসুস্থতার কারনে আসতে না পারলেও এ সংবাদ সম্মেলনের সাথে সহমত পোষণ ও একত্বতা প্রকাশ করেছেন মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী সুলতান বিন সিরাজ, কুয়ালালামপুর মহানগর যুবদলের সভাপতি শামীম রেজা,সিনিয়র সহ সভাপতি শেখ লিটন রহমান,সহ সভাপতি মোবাশ্বের হোসেন সহ মহানগর কমিটির সকল নেতৃবৃন্দ এ ছাড়াও একত্বতা প্রকাশ করেছেন মেডানপুত্রা যুবদলের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ রাজু সহ মেডানপুত্রা শাখা সহ ইপুহ পেরাক শাখা,ক্লাং মহানগর শাখা,
কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮