গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলায় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০বিজিবি)পলাশপুর জোন ৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন চট্রগ্রাম ব্যাটালিয়ন (৮বিজিবি) ২৯ পয়েন্ট পেয়ে রানাআপ হওয়ার গৌরব অর্জন করেন। গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর রেফারী মো:মুজিবুর রহমান ও গোপী রঞ্জন তালুকদার।
গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলায় শ্রেষ্ট নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০বিজিবি) পলাশ পুর জোনের সিপাহী আকাশ কুমার, শ্রেষ্ট প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০বিজিবি) পলাশ পুর জোনের নায়েক সাইফুজ্জামান।
গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ৪টি ব্যাটালিয়ন আংশগ্রহন করেন যামিনী পাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি), চট্রগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি) সমাপনী অনুষ্ঠানে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোন অধিনায়ক লে.কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, যামিনী পাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবি জোনের জোন অধিনায়ক লে.কর্ণেল এ বি এম জাহিদুল করিম, গুইমারা বিজিবি সেক্টর হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো:হাফিজ ইসলাম,খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের সহকারি পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন,সহ জেসিও পদস্থ বিজিবি কর্মকর্তা বর্ডারগার্ড সদস্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩০