মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের শালিধা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আহত হন বাইসাইকেলের চালক। নিহত দু্ই মোটরসাইকেল আরোহী হলেন, সদরের সাহেপ্রতাপ এলাকার আরোহী দীপ (১৯) ও বিপ্লব (১৮)। এদিকে, বাইসাইকেল আরোহী আহত নাজিম উদ্দিন (২৩) শালিধা এলাকার হাতেম মিয়ার ছেলে।
নিহতদের স্বজন ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় নরসিংদী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সাহেপ্রতাপ মোড়ের দিকে মোটরসাইকেলে যাচ্ছিল দু’জন। তাদের মোটরসাইকেলটি শহরের শালিধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে দুই মোটরসাইকেল এবং বাইসাইকেল আরোহীকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন এবং বাইসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়। পরে পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হলে মরদেহ ময়নাতন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩